Manik Bhattacharya, ED: টেট মামলায় এবার মানিক ভট্টাচার্যকে তলব ইডি-এর

প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতিকে সিজিও কমপ্লক্সে হাজিরা নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Updated By: Jul 26, 2022, 05:35 PM IST
Manik Bhattacharya, ED: টেট মামলায় এবার মানিক ভট্টাচার্যকে তলব ইডি-এর

বিক্রম দাস: টেট মামলায় এবার নজরে মানিক ভট্টাচার্য। আগামি কাল, বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন  সভাপতিকে তলব করল ইডি। কখন? বেলা ১২ টায়।

টেট দুর্নীতি মামলায় এখন ইডি-র হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। যেদিন তাঁর বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সেদিন কিন্তু মানিক ভট্টাচার্যের বাড়িতেও তল্লাশি হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। তাহলে কেন ফের সিজিও কমপ্লেক্সে তলব? ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্য যাচাই করার জন্য মানিক ভট্টাচার্যকে তলব করেছেন তদন্তকারী। এমনকী, প্রয়োজনে পার্থ ও মানিককে মুখোমুখি বসিয়েও জেরা করতে হতে পারে। 

আরও পড়ুন: Partha Chatterjee In ED: ইডির জেরায় সহযোগিতা করছেন না পার্থ! গুরুত্বপূর্ণ তথ্য দিলেন অর্পিতা

স্রেফ ২০১৭ সালের দ্বিতীয় নিয়োগ তালিকাকে বেআইনি ঘোষণা করা নয়, টেট দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ২৬৯ জনের চাকরি বেআইনি। সকলেরই বেতন বন্ধ করতে হবে। শুধু তাই নয়, আদালতের নির্দেশে নিজাম প্যালেসে প্রাথমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে তিন ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। রেহাই পাননি পর্ষদ সচিব রত্না চক্রবর্তীও।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.