Dubai Airport: যা নেই বিশ্বে কোথাও, তা হবে দুবাইতে! ৩ লক্ষ কোটিতে 'বিস্ময়' বিমানবন্দর...

Apr 29, 2024, 18:15 PM IST
1/6

দুবাইের 'বিস্ময়' বিমানবন্দর!

Dubai New Airport

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩ লক্ষ কোটিতে তৈরি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে বিলাসবহুল বিমানবন্দর। আর কোথাও নয়। দুবাইতে। 

2/6

দুবাইের 'বিস্ময়' বিমানবন্দর!

Dubai New Airport

দুবাইয়ের আল মাকতোউম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর। প্রতিবছর ২৬ কোটির বেশি যাত্রী নতুন এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন।

3/6

দুবাইের 'বিস্ময়' বিমানবন্দর!

Dubai New Airport

দুবাইয়ের বর্তমান আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে যা আকারে আয়তনে ৫ গুণ বড়। পরবর্তীতে এই আল মাকতোউম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-ই হতে চলেছে দুবাইয়ের একমাত্র বিমানবন্দর। যেখান থেকে সব কাজকর্ম হবে।

4/6

দুবাইের 'বিস্ময়' বিমানবন্দর!

Dubai New Airport

এক বিমানবন্দরেই থাকবে ৪০০ এয়ারক্র্যাফট গেট। থাকবে ৫টি সমান্তরাল রানওয়ে। বিমান পরিবহন ক্ষেত্রে  দুবাইয়ের আল মাকতোউম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে আসতে চলেছে নতুন উড়ান প্রযুক্তিও।

5/6

দুবাইের 'বিস্ময়' বিমানবন্দর!

Dubai New Airport

রবিবার আরব আমিরশাহীর প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন এই টার্মিনালের নির্মাণকাজ শুরুর ঘোষণা করেছেন। 

6/6

দুবাইের 'বিস্ময়' বিমানবন্দর!

Dubai New Airport

প্রসঙ্গত, টানা ১০ বছর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীর চাপে এই বিমানবন্দরের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। যে কারণেই এই নতুন টার্মিনাল তৈরির সিদ্ধান্ত।