WATCH | LSG vs CSK | IPL 2024: আইপিএলে 'বল চোর'! হাতেনাতে ধরল পুলিস, ভিডিয়ো ভাইরাল

Police Catches Fan Trying To Steal Match Ball Of LSG vs CSK: আইপিএলে নাকি বল চুরি করতে গিয়েছিলেন এক ব্য়ক্তি! হাতেনাতে তাঁকে ধরে ফেলল পুলিস, বোঝো কাণ্ড!

Updated By: Apr 21, 2024, 11:18 PM IST
WATCH | LSG vs CSK | IPL 2024: আইপিএলে 'বল চোর'! হাতেনাতে ধরল পুলিস, ভিডিয়ো ভাইরাল
আইপিএলে নাকি বল চোর!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গত ১৯ এপ্রিল লখনউ সুপার জায়েন্টস ও চেন্নাই সুপার কিংস (LSG vs CSK| IPL 2024) মুখোমুখি হয়েছিল আইপিএলে। রুতুরাজ গায়কোয়াড়দের বিরুদ্ধে কেএল রাহুলরা ৮ উইকেটের বিরাট জয় পেয়েছেন। একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলার ফাঁকেই এমন এক ঘটনা ঘটেছিল যা ভাইরাল হয়ে গেল রাতারাতি। শোনা যাচ্ছে এবার নাকি আইপিএলে 'বল চোর'! খেলা চলাকালীন এক ব্য়ক্তি সুকৌশলে বলটি চুরি করেছিলেন ঠিকই। তবে উত্তরপ্রদেশের পুলিস খেলা শেষেই সেই ব্য়ক্তির খেলা খতম করে দেন! আর এই ভিডিয়ো নিয়ে এখন জোর চর্চা চলছে...বল চুরির অভিযোগ খুব একটা শোনা যায় না! এবার সেটাও দেখে ফেলল যোগী রাজ্য়! 

আরও পড়ুন: Dinesh Karthik | T20 World Cup 2024: 'আমি সব করতে রাজি।' ডিকে নিজেকে দেখছেন কাপযুদ্ধের বিমানে, দিনরাত জপছেন তিন নাম...

এবার আসা যাক ওই ম্য়াচের প্রসঙ্গে। টস হেরে সিএসকে প্রথমে ব্য়াট করেছিল। ছয় উইকেটে তারা তোলে ১৭৬ রান। শুরুতে অজিঙ্কা রাহানে (২৪ বলে ৩৬), চারে নেমে রবীন্দ্র জাদেজা (৪০ বলে অপরাজিত ৫৭) জ্বলে ওঠেন। আটে ব্য়াট করতে নেমে এমএস ধোনি ফের ঘড়ির কাঁটা পিছনে ঘুরিয়ে দেন। ১৫ মিনিটের তাণ্ডবলীলায় মাহি ৯ বলে করেন অপরাজিত ২৮টি রান! তিনটি চার ও জোড়া ছক্কায় ব্য়াট করেন প্রায় ৩০০-র উপর স্ট্রাইক রেটে। 

তবে এবারের আইপিএলে কোনও রান করেই নিশ্চিন্তে থাকতে পারছে না কোনও দলই। দুই দল মিলিয়ে ৪০০-৫০০ রান হামেশাই হচ্ছে। সেখানে ১৭৬ তো কোনও রানই নয়, লখনউয়ের দুই ওপেনার কুইন্টন ডি কক (৪৩ বলে ৫৪) ও অধিনায়ক রাহুল (৫৩ বলে ৮২) ১৩৪ রানের পার্টনরাশিপ গড়েন হেসেখেলে সিএসকে বোলার পিটিয়ে। এরপর নিকোলাস পুরান ও মার্কাস স্টোইনিস এক ওভার হাতে রেখে বাকি রান তুলে দেন অনায়াসে। 

(প্রতিবেদনের সঙ্গে দেওয়া ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল)

আরও পড়ুন: Karnataka's Nandini Dairy | T20 World Cup 2024: 'নন্দিনী'র দুধেই বিশ্বকাপে চাঙ্গা হবেন আইরিশ-স্কটিশরা!

 

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 
 

.